বিজ্ঞান/প্রযুক্তিতে কোথায় বাংলাদেশ? - ডঃ দীপেন ভট্টাচার্য

বিজয়ের মাস

বইয়ের হাটের শ্রদ্ধাঞ্জলি
চারদিনব্যাপী কার্যক্রম

১৭ ডিসেম্বর, আজকের আড্ডা
বিজ্ঞান/প্রযুক্তিতে কোথায় বাংলাদেশ?
ডঃ দীপেন ভট্টাচার্যের সাথে আড্ডা

বিজয়ের মাসে স্বাধীনতা যুদ্ধ নিয়ে গল্প। কবিতা ইতিহাস, এসব নিয়েইতো আলোচনা হবে, তাই না? বইয়ের হাট থেকে আমরা একটু ভিন্নভাবে বিজয়ের মাসের কার্যক্রম শুরু করছি। আমাদের লেখালেখিতে বিজ্ঞানচর্চা বড্ড অবহেলিত, অথচ বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ আজ যে কোন দেশ বা জনগোষ্ঠীর উন্নতির পূর্বশর্ত হয়ে উঠেছে। তাই আমাদের বিজয়ের মাসের কার্যক্রম শুরু করছি এক বিজ্ঞানী ও বিজ্ঞান লেখকের সাথে আড্ডা দিয়ে।

মহাকাশে বাংলাদেশের কৃত্রিম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু-১ স্থাপন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। এতে বাংলাদেশের কী লাভ? বাংলাদেশের সার্বিক বিজ্ঞান চর্চারই বা কি অবস্থা? এধরনের নানান প্রশঙ্গ নিয়ে আড্ডা NASA-এর সাবেক বিজ্ঞানী ডঃ দীপেন ভট্টাচার্যের সাথে।
ডঃ দীপেন ভট্টাচার্য ক্যালিফোর্নিয়ায় রিভারসাইড কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক। রাশিয়ার মস্কো স্টেট ইউনির্ভাসিটি ও যুক্তরাষ্ট্রের ইউনির্ভাসিটি অফ নিউ হ্যাম্পশায়ারে জ্যোতির্বিজ্ঞানে উচ্চতর পড়াশোনা। NASAর গডার্ড স্পেস ফ্লাইট ইনস্টিটিউটে ও পরে ইউনির্ভাসিটি অফ ক্যালিফোর্নিয়ার রিভারসাইড ক্যাম্পাসে গামা-রশ্মি জ্যোতির্বিদ হিসেবে গবেষণা করেন। ঢাকা থেকে তাঁর কল্প-কাহিনীর পাঁচটি বই ও একটি ভূতাত্ত্বিক গবেষণাধর্মী বই প্রকাশিত হয়েছে।

প্রাসঙ্গিক লেখাটি পড়ুন:
মহাকাশে বাংলাদেশ: বঙ্গবন্ধু-১/ ডঃ দীপেন ভট্টাচার্য
লিঙ্কঃ https://boierhut.com/m/0btb5156z1f6z05

প্রকাশক : রিটন খান, সম্পাদকমন্ডলী : এমরান হোসেন রাসেল, রিটন খান
Copyright © 2020. All rights reserved by বইয়ের হাট